×

পুরনো খবর

শিরিষ কাগজকাণ্ড ভদ্র বানিয়েছে অজিদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৫:৩৬ পিএম

শিরিষ কাগজকাণ্ড ভদ্র বানিয়েছে অজিদের

অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে শিরিষ কাগজ দিয়ে বল ঘষা কাণ্ডে জড়িয়ে অধিনায়কত্ব হারান স্টিভ স্মিথ, সহ-অধিনায়কত্ব হারান ডেভিড ওয়ার্নার। এমনকি এ কারণে কোচের দায়িত্ব ছাড়তে হয় ড্যারেন লেহম্যানকে। আর ওই এক কাণ্ড অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে ভদ্র বানিয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের বর্তমান অধিনায়ক টিম পেইন।

স্মিথকে অধিনায়ক থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় পেইনের কাঁধে। অন্যদিকে কোচের দায়িত্ব দেয়া হয় জাস্টিন ল্যাঙ্গারের কাছে। আর এ দুজনই মাঠে অজি ক্রিকেটারদের প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা বা স্লেজিং করা থেকে বিরত থাকার জন্য কাজ করছেন।

এ ব্যাপারে পেইন বলেন, গত বছর জেমস প্যাটিনসন ও মার্কোস স্টোনিসকে জরিমানা করা হয় ঘরোয়া লিগে প্রতিপক্ষকে স্লেজিং করায়। আমি মনে করি অজি ক্রিকেটারদের ব্যবহার অনেক উন্নতি হয়েছে। এমনকি প্রকিপক্ষ খেলোয়াড়কে টিটকারি করার ধরণটাও পাল্টেছে।

ওই ঘটনার পর অজি ক্রিকেট দলে কোচ ও অধিনায়ক ছাড়াও ব্যাপক রদবদল আনা হয়। একটাই লক্ষ ছিল অজি ক্রিকেটারদের ব্যবহারের পুরনো ধারা বদল করা। আর তাদের আগের যে গৌরব ছিল সেটি ফিরিয়ে আনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App