×

জাতীয়

আজ থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১০:২৭ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নজরাদারিতে আজ বৃহস্পতিবার থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী। সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বুধবার (১ এপ্রিল) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এমন বার্তা দেয়া হয়েছে। স্ক্রল শিরোনাম হিসেবে প্রচারের জন্য জরুরি বার্তা পাঠানো হয়েছে গণমাধ্যম কার্যালয়গুলোতে। বার্তায় বলা হয়েছে, সেনাবাহিনী আগামীকাল (বৃহস্পতিবার) থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। বার্তায় সতর্ক করে বলা হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গত ২৪ মার্চ থেকে সারাদেশে মাঠে নামে সেনাবাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App