×

রাজনীতি

বাফুফের মহৎ উদ্যোগের প্রশংসা করলেন জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৪:৫৪ পিএম

বাফুফের মহৎ উদ্যোগের প্রশংসা করলেন জয়

সজীব ওয়াজেদ জয়।

করোনা ভাইরাসের আতঙ্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বিশ্বে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে এই পরিস্থিতিতে ক’দিন আগে অসহায় মানুষদের সেবায় ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

করোনা ভাইরাসের কারণে দেশে সরকারিভাবে ছুটি শুরু হওয়ার পর বাফুফে প্রতিদিন দুপুরে দুই থেকে তিন শত অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরণ করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা প্রতিদিন দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পক্ষ থেকে। বাফুফের এই উদ্যোগের সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে। আর এই খবর নজর কেড়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের।

নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে তেমনি একটি সংবাদ প্রকাশ করে বাফুফের উচ্ছসিত প্রশংসা করেছেন সজীব ওয়াজেদ জয়। টুইটারে জয় লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে। অসহায়, অভাগা মানুষদের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সব কিছু বন্ধ থাকার সময়টাতে তারা এ কাজ চালিয়ে যাচ্ছে। আমরা একসঙ্গেই করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App