×

জাতীয়

প্রধানমন্ত্রীকে করোনা জয়ের গল্প বললেন ফয়সাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১১:২১ এএম

প্রধানমন্ত্রীকে করোনা জয়ের গল্প বললেন ফয়সাল

শেখ ফয়সাল হোসেন

জার্মানিতে লেখাপড়া করে গত ১ মার্চ ঢাকায় আসেন শেখ ফয়সাল হোসেন। তিনি বলেন, আসার ১০ দিন পর আমার শরীর খুব খারাপ মনে হয়। করোনার লক্ষণ দেখা দিলে আমি নিজে থেকে আইইডিসিআরে যাই। সত্যি কথা বলতে আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, এখানে আমি জার্মানির মতো চিকিৎসা সেবা পাব কিনা? শেখ ফয়সাল হোসেন হচ্ছেন ঢাকায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী। গতকাল ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনা জয়ের গল্প বলেন তিনি। প্রধানমন্ত্রী ফয়সালের কাছে জানতে চান, তোমার পরিবারের কারো সমস্যা হয়নি? জবাবে ফয়সাল বলেন, ‘না’। এরপর প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। ফয়সাল বলেন, করোনা টেস্ট পজেটিভ আসার পর আইইডিসিআর আমাকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক আমি কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে (সঙ্গরোধে) থাকি। আমার পরিবারের সদস্য এবং আমি যাদের সঙ্গে দেখা করেছি তাদেরও হোম কোয়ারেন্টাইনে (বাড়িতে সঙ্গরোধে) রাখে। কয়েকদিন চিকিৎসার পর কয়েক দফা টেস্ট করার পর যখন করোনা ভাইরাস নেগেটিভ আসে, আমি পরিবারের কাছে ফিরে যাই। আমার পরিবারের অন্য কারো কোনো সমস্যা হয়নি। করোনা থেকে আমি এখন সুস্থ। আইইডিসিআর প্রসঙ্গে তিনি বলেন, তখন থেকে ডাক্তাররা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। খোঁজ খবর নিয়েছেন। আমি সত্যি খুশি। যে ধরনের চিকিৎসা দেয়া হয়েছে আমি এ জন্য শুকরিয়া আদায় করছি। আপনার (প্রধানমন্ত্রীর) নির্দেশনায় আমি দেশবাসীকে বলব ঘরে থাকুন। যতদিন ঘরে থাকতে বলে ঘরে থাকুন। সবাই ঘরে থাকলে এরকম পরিস্থিতি মোকাবিলা করতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App