×

সারাদেশ

পত্রিকা বিক্রি বন্ধ, বিপাকে হকাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৩:১৯ পিএম

পত্রিকা বিক্রি বন্ধ, বিপাকে হকাররা

করোনা ভাইরাসের কারণে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় খবরের কাগজ বিক্রিও বন্ধ হয়েছে কুমিল্লার দাউদকান্দিতে। এ পরিস্থিতিতে দাউদকান্দির ১৫ জন পত্রিকাবিক্রেতা বেকার হয়েছেন।

পৌরসভার জাকির, গৌরীপুরের এনামুলসহ অনেকেই বলেন, আমরা দিনমজুরের মতো। পত্রিকা বিক্রি হলে ভাত খাই। না হলে পানি খেয়েই দিন পার করতে হয় আমাদের। রোদে-পুড়ে, বৃষ্টিতে ভিজে আমরা সাংসদ, চেয়ারম্যান-মেম্বারসহ সকলের হাতে খবরের কাগজ বিলি করি। অথচ দুর্যোগের সময় কেউ আমাদের খবর নেয় না।

দাউদকান্দি নাগরিক ফোরামের আহবায়ক অধ্যাপক মতিন সৈকত বলেন, কয়েকটি জাতীয় দৈনিকের নিয়মিত গ্রাহক আমি। সংকটাপন্ন এই মুহূর্তে কয়েকদিন পত্রিকা পড়তে পারছি না। টিভির খবর দেখে শান্তি হয় না। পত্রিকা পড়ে তৃপ্তি পাওয়া যায়। সংরক্ষণেও করা যায়।

এসময় হকারদের দুর্দিনে উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানসহ পত্রিকার মালিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা উপজেলায় পত্রিকা বিক্রি বন্ধ করে দেয় বলে বাংলাদেশ সংবাদপত্র অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন। এরপর থেকে দাউদকান্দির হকাররা কর্মহীন হয়ে পড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App