×

আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সবচেয়ে মারাত্বক বিপর্যয়ে বিশ্ব

Icon

nakib

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১২:০৬ পিএম

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সবচেয়ে মারাত্বক বিপর্যয়ে বিশ্ব

জাতিসংঘ মহাসচিব

করোনা ভারইরাসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বিশ্ব বিপর্যয় বলে মন্তব্য করে করেছেন জাতিসংঘের সহাসচিব অ্যান্তেনো গোতেরাস। ভাইরাসটির প্রভাবে বিশ্বব্যাপি সংঘাত ও অরাজকতা ছড়িয়ে যেতে পারে বলেও শংকা প্রকাশ করেন তিনি। ইতোমধ্যে ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে ৩ হাজার ৭শ’ হয়ে গেছে এবং প্রতিদিন ইউরোপে মৃতের নতুন নতুন রেকর্ড তৈরী হচ্ছে। এ নিয়ে ১৯৩ দেশ নিয়ে গঠিত জাতিসংঘ প্রধান বলেন, “ রোগটি সারা বিশ্বে সকলের জীবনের জন্য একটি হুমকি হয়ে দাড়িয়েছে এবং অর্থনৈতিকভাবে এমন এক মন্দা নিয়ে আসছে যার কোন উদাহরণ হয়তো অতীতে ছিল না।” এ দুটি সমস্যার সমন্বয়ে অস্থিরতা, অশান্তি ও সংঘাত বাড়তে পারে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাকে সবচেয়ে চ্যালেঞ্জিং সমস্যা বলে মনে করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App