×

জাতীয়

দুয়ারীপাড়া বস্তিতে বাসদ-ছাত্রফ্রন্টের নিত্যপণ্য বিতরন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৪:৩৫ পিএম

দুয়ারীপাড়া বস্তিতে বাসদ-ছাত্রফ্রন্টের নিত্যপণ্য বিতরন
মিরপুর দুয়ারীপাড়া বস্তির কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে বুধবার (১ এপ্রিল) চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছে বিদ্যাসাগর পাঠাগার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাসদ(মার্কসবাদী) । এক বিবৃতিতে এ তিনটি সংগঠনের পক্ষ থেকে জানান হয়,করোনা ভাইরাস সংক্রমন প্রতিহতে সমস্ত দেশে চলছে লক ডাউন। এসময় মিরপুর দুয়ারীপাড়া বস্তির কর্মহীন শ্রমজীবী মানুষের হাতে নেই কোন অর্থ, না আছে অর্থ উপার্জনের উপায়ও। সেকারণে দলটির মিরপুর-পল্লবী শাখার উদ্যোগে যাদের শ্রমে সভ্যতার চাকা গতিশীল, যাদের শ্রমের ওপর নিভরশীল আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত, সমগ্র জীবন-তাঁদের জীবনের চাকা আজ থমকে গেছে। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। এই লক ডাউনের সময় তাদের কাজ নেই। রাষ্ট্র মালিকদের প্রণোদনা দিলেও এই শ্রমজীবীদের দায়িত্ব নেয়নি। তাদের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এদের সহযোগিতা করার জন্য আমরা একটা তহবিল গঠন করেছিলাম। বিভিন্ন স্তরের মানুষ আমাদের সেই ডাকে সাড়া দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। গতকাল দুয়ারী পাড়া বস্তির কিছু সংখ্যক পরিবারের মধ্যে বিভিন্ন মানুষের দেয়া সাহায্যের অর্থে প্রথম দফায় সহযোগিতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর-পল্লবী শাখার আহবায়ক ডা.মুজিবুল হক আরজু, সদস্য মাহমুদুল হক আরিফ, শিক্ষক শামীম জামান, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাজু আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, শ্রমিক নেতা মকবুল আহমদ, শহিদুল ইসলাম, মো: লিমন প্রমুখ। চট্টগ্রামে আজকে বন্দর ও কাল কতোয়ালীর নতুন ব্রিজে কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হবে। ঢাকা, চট্টগ্রামসহ আর বিভিন্ন জেলায় এই আমাদের এই ‘সহায়তা তহবিল’ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আমাদের এ তহবিলে আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App