×

সারাদেশ

খুলনার বানরগাতিতে শতাধিক দোকান পুড়ে ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৩:০৭ পিএম

খুলনার বানরগাতিতে শতাধিক দোকান পুড়ে ছাই

খুলনার বানরগাতিতে আগুন

খুলনা নগরীর বানরগাতি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিন গত রাত দেড়টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত্র ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। এলাকাসী জানায়, মধ্যরাতে হঠাৎ বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর আরও তিনটি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে বাজারের ছোট বড় মিলে প্রায় ১০০টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আকরাম হোসেন বলেন, রাত দেড়টার দিকে বানরগাতি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বয়রা স্টেশন ও টুটপাড়া স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত পৌনে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত্র ও ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভাব হচ্ছে না। খুলনা বানরগাতি কাঁচা বাজারের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান জানান, কাঁচা বাজারের ৪০টি, মাছ বাজারের ৩০টি ও পানের দোকান ও মুরগীর গোডাউনসহ প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অসহায় দোকানীরা এখন পথে বসে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App