×

খেলা

ক্রিকেটার জাহানারা ৫০ পরিবারের দায়িত্ব নিলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৯:৪৮ এএম

ক্রিকেটার জাহানারা ৫০ পরিবারের দায়িত্ব নিলেন

ক্রিকেটার জাহানারা

চলমান করোনা ভাইরাস মোকাবেলায় পুরুষ ক্রিকেটারাদের পাশাপাশি এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। তামিমদের সঙ্গে সম্মিলিত তহবিলে অংশগ্রহণ করতে পারেননি বলেও আছে তার আক্ষেপ। জাতীয় নারী দলের এই পেসার মিরপুরে তার বর্তমান ঠিকানার আশাপাশের ৫০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে সাহায্য করার প্রস্তুতিও ইতোমধ্যে সেরে ফেলেছেন। আজ কালের মধ্যে শুরু হবে বিতরণের কাজও। এ প্রসঙ্গে জাহানারা বলেন, আমি বর্তমানে মিরপুর-৬ নাম্বারে আছি। এখানে অনেক গরীব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরই মধ্যে অন্তত ৫০টি পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে সব কিছু জোগাড় করেছি। আশা করি, দুই একদিনের মধ্যে খাবারগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে পারব। জাতীয় দলের ক্রিকেটারদের সম্মিলিত তহবিলের কথা আগে জানলে নিজেও শরীক হতেন উল্লেখ করে জাহানারা বলেন, আমি জানতাম না, জাতীয় দলের ভাইয়ারা বেতনের অর্ধেক দিয়ে দিচ্ছে। তাহলে আমিও দিতাম। কিন্তু এখন যেহেতু সেই সুযোগ নেই, নিজেই কিছু কাজ করছি। আর এখন আমারা জাতীয় নারী দলের সদস্যরা কেউ কাছাকাছি নেই। তাই হয়তো একসঙ্গে হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করি, সবাই আলোচনা করে কিছু একটা আবার করব। ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটারদের মধ্যে জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটে বোর্ডের সাথে চুক্তিবদ্ধ নন এমন ক্রিকেটারদের এককালীন আর্থিক সাহায্যের ঘোষণা দেয় বিসিবি। ৩০ মার্চ নারী দলেরও প্রায় শতাধিক ক্রিকেটারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা দেয় বোর্ড। বিসিবির এমন উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নারী দলের এই পেসার। গোটা নারী দলই খুশি এমন সিদ্ধান্তে উল্লেখ করে জাহানার ধন্যবাদ দেন বিসিবিকে, 'শুনলাম বিসিবি নারী ক্রিকেটারদের জন্য ২০ হাজার করে টাকা দিচ্ছে যেন এই মুহূর্তে সবাই করোনা প্রতিরোধে নিজেদের প্রস্তুত রাখতে পারে। এটি দারুণ বিষয়। আমি না, আমাদের গোটা নারী দলই ভীষণ খুশি। অবশ্যই আমাদের অভিভাবক বিসিবির এজন্য ধন্যবাদ প্রাপ্য।’ দেশের সংকটময় পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে এগিয়ে এসে আসহায়দের পাশে দাঁড়িয়ে সবার মন জিতে নিলেন জাহানারা। যেমনটি নিয়েছিলেন সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি নারী ক্রিকেট বিশ্বকাপে নিজের চোখের সৌন্দর্য দিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App