×

জাতীয়

কুকুর-বিড়াল-কাকদের খাওয়াচ্ছে আমাল ফাউন্ডেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৪:০৭ পিএম

কুকুর-বিড়াল-কাকদের খাওয়াচ্ছে আমাল ফাউন্ডেশন

মানবিক দায়বদ্ধতায় এগিয়ে এসেছে আমাল ফাউন্ডেশন

কুকুর-বিড়াল-কাকদের খাওয়াচ্ছে আমাল ফাউন্ডেশন
কুকুর-বিড়াল-কাকদের খাওয়াচ্ছে আমাল ফাউন্ডেশন
কুকুর-বিড়াল-কাকদের খাওয়াচ্ছে আমাল ফাউন্ডেশন

ক্ষুধার্ত কুকুরদের খাবার তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা

কুকুর-বিড়াল-কাকদের খাওয়াচ্ছে আমাল ফাউন্ডেশন

ক্ষুধার্ত প্রাণীদের জন্য তৈরি খাবার

ঘর থেকে কেউ বেরোচ্ছে না। বাড়িঘরের দুয়ারগুলোও বন্ধ। খুব বেশি প্রয়োজন ছাড়া বের হওয়াও নিষেধ। কিন্তু ঢাকা শহরে মানুষ ছাড়াও তো অনেক প্রাণির (কুকুর, বিড়াল, কাকসহ নানান পাখি) বাস। আমাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়েই যাদের জীবন বাঁচে। কিন্তু এরা তো আর করোনা বোঝে না। ক্ষুধায় ক্লান্ত শরীর টেনে নিয়ে পথে পথে ঘুরছে, যদি কোথাও সামান্য খাবার মেলে। না পেলে একটা সময় শুয়ে পড়ছে পথের ধারে।

[caption id="attachment_212633" align="aligncenter" width="942"] ক্ষুধার্ত কুকুরদের খাবার তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা[/caption]

পথের এসব অবলা প্রাণিদের ক্ষুধা নিবারণে কাজ করছে স্বেচ্ছাসেবী আমাল ফাউন্ডেশনের কর্মীরা। ঢাকার বিভিন্ন রাস্তার অলিতে গলিতে ঘুরে অসহায়-অবলা প্রাণিদের জন্য তারা খাবার রান্না করে পথের ধারে রাখছেন। আর এ খাবার পেয়ে অবলা প্রাণিরা সেসব খেতে ছুটে চলে আসছে।

[caption id="attachment_212634" align="aligncenter" width="948"] ক্ষুধার্ত প্রাণীদের জন্য তৈরি খাবার[/caption]

ফাউন্ডেশনের পরিচালক ইশরাত করিম ইভ বলেন, করোনার আক্রমণে শহর যখন জনশূন্য হয়ে যাচ্ছে, রাস্তার প্রাণিগুলোও দিন দিন অসহায় হয়ে পড়ছে। মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাণিদের প্রতি ভালোবাসা থেকেই আমরা অসহায়-অবলা প্রাণিদের খাবার যোগাচ্ছি। মহামারির এই ক্রান্তিকালে এমন শতশত প্রাণির ক্ষুধা মেটাতে আপনাদের সহযোগিতা কাম্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App