×

খেলা

করোনায় প্রাণ হারালেন সাবেক মার্শেই সভাপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৮:০২ পিএম

করোনায় প্রাণ হারালেন সাবেক মার্শেই সভাপতি

পাপে দিউফ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন অলিম্পিক মার্শেইর সাবেক সভাপতি পাপে দিউফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালেই সেনেগালিজ বংশোদ্ভুত দিউফ করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছিল মার্শেই। ওইদিনই তাকে সেনেগালের রাজধানী ডাকারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

সাবেক ক্রীড়া সাংবাদিক ও খেলোয়াড়দের প্রতিনিধি দিউফ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্শেইর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদে ফরাসি লিগ ওয়ানে দু’বার রানার্স-আপ হয়েছিল মার্শেই। এছাড়া দু’বার ফ্রেঞ্চ কাপের ফাইনালেও খেলেছিল। তার বিদায়ের ঠিক পরের বছরই অবশ্য লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় দলটি।

পাপে দিউফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্লাবটিতে। টুইটারে মার্শেই বলেছে, ‘ক্লাবের সর্বকালের অন্যতম সেরা কারিগর হিসেবে মার্শেইর হৃদয়ে আজীবন থাকবেন পাপ দিউফ।’

দিউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক ফরাসি ও লিভারপুল স্ট্রাইকার জিবরিল সিসেও, ‘ফরাসি ফুটবল আজ মহান এক মানুষকে হারাল।’

মার্শেইয়ের বর্তমান সভাপতি জ্যাক হেনরি তাকে বলেছেন নেপথ্যের নায়ক, ‘কিছু মানুষ থাকেন যারা পেছন থেকে কাজ করে যান। দাঁতে দাঁত চেপে চেষ্টা করেন লক্ষ্য অর্জনের। দিউফ ছিলেন সে ধরনেরই একজন ব্যক্তিত্ব। তিনি সমর্থকদের মন জয় করেছিলেন খুব ভালোভাবেই।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ১২৮ আর মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৫২৩। আর সবমিলিয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৭ হাজার ৫৭৩ এবং মৃত্যুর সংখ্যা ৪৩ হাজার ৫৬৯। উল্লেখ্য, কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App