রান্নাঘরের চালে পড়লো হেলিকপ্টারের দরজা

আগের সংবাদ

একই দিনে ওয়ানডে ও টেস্ট খেলায় সায় দিলেন মরগান

পরের সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নেয়ার দাবি ওয়াকার্স পার্টির

প্রকাশিত: এপ্রিল ১, ২০২০ , ৭:১৫ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১, ২০২০ , ৭:১৫ অপরাহ্ণ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন এবং সাধারণ সম্পাদক কিশোর রায় আজ বুধবার (১ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে ঢাকা মহানগরে মশার উপদ্রব ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী ঘরে ঘরে মশার উপদ্রবের বর্ণনা দিয়েছেন। গতবছর ঢাকা দক্ষিণের মেয়র ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন। এবারো মশক নিধনে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। তাই জনমনে দেখা দিয়েছে ব্যাপক শঙ্কা। নেতৃদ্বয় মনে করেন করোনা প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

আরো বলা হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণের উভয় মেয়রকে এগিয়ে আসতে হবে। এসময় বিবৃতিতে নেতারা ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র কে এগিয়ে এসে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়