×

সারাদেশ

মাঝরাতে নিত্যপণ্য নিয়ে বেদে পল্লীতে ইউএনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৪:২৬ পিএম

মাঝরাতে নিত্যপণ্য নিয়ে বেদে পল্লীতে ইউএনও
করোনা ভাইরাস সংক্রমণরোধে বাইরে না চলাচলের নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে গাজীপুরের কালীগঞ্জের বেদে সম্প্রদায়ের মানুষ। সোমবার (৩০ মার্চ) রাতে নাগরী ইউনিয়নের কাকালিয়া বেদে পল্লীতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। এ সময় তিনি ওই বেদে পল্লীর ৬৫টি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলে তাদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবনসহ ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি বেদে পল্লীতে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশফিয়াক খালিদ, মাহফুজুর রহমান, ইউএনও অফিসের সোহেল রানা, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ। ত্রান সামগ্রী বিতরণকালে ইউএনও মো. শিবলী সাদিক বেদে পল্লীর পরিবারদের বলেন, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করুণ। প্রয়োজন হলে আমাদের জানাবেন আমরাই আপনার জন্য খাবার নিয়ে আসব। এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে কালীগঞ্জ উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষে স্থানীয়দের ঘরমুখি করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App