×

জাতীয়

বন্দরে পৌছেছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২২ হাজার টন কয়লা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৪:৫১ পিএম

বন্দরে পৌছেছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২২ হাজার টন কয়লা
পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২২ হাজার ২২০ মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌছেছে। জাহাজটি ইন্দোনেশিয়া কয়লা দিয়ে সোমবার (৩০ মার্চ) পায়রা বন্দরে পৌঁছে। মঙ্গলবার (৩১ মার্চ ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বাংলাদেশ- চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) এর জন্য ইন্দোনেশিয়া থেকে ২২ হাজার ২২০ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়।কয়েকদিন আগে এই কয়লা নিয়ে জাস্টি ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এবং সোমবার পায়রা বন্দরে এসে পৌঁছে। তবে এখনো কয়লা খালাসের কাজ শুরু হয়নি। জাহাজটি পায়রা বন্দরে নোঙ্গর করার আগে জাহাজের ক্রুদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পর রেকর্ড করা হয়।তারা করোনা ভাইরাস মুক্ত কিনা সেটিও পরীক্ষা করে দেখা হয়। কিন্তু তারপরেও ক্রুদের বন্দরের জেটিতে নামতে দেয়া হয়নি। তবে যাস থেকে কয়লা খালাসের পর বুধবার নাগাদ জাহাজটির পায়রা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App