×

সারাদেশ

ছেলের বিসিএসের স্বপ্ন দেখছেন রিক্সা চালক বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০১:৫৬ পিএম

ছেলের বিসিএসের স্বপ্ন দেখছেন রিক্সা চালক বাবা

রিক্সা চালক বাবা

ছেলের বিসিএসের স্বপ্ন দেখছেন রিক্সা চালক বাবা
কোনো ত্রাণ জীবনে সে পায়নি। তাঁর ছেলে আলামিন বিসিএস দিবে! লেখাপড়া করাতে গিয়ে সহায়-সম্বল মাত্র ১০/১৫ কাঠা জমি আগেই শেষ। চলছেন ধার-দেনা করে। পেটের দায়ে রিক্সা চালান এখন তিনি। স্থানীয় ইউপি সদস্য'র সঙ্গে যোগাযোগ করতে বললে তিনি ক্ষোভের সঙ্গে জানান,"জীবনে কোনোদিন আমি এমন ত্রাণ চাই নাই, আর পাইও নাই।" এই বিপদেও তিনি বলেন "আমার দরকার নাই, আমার চেয়ে যারা অক্ষম অর্থাৎ রিক্সা চালিয়েও যারা আয় করতে পারে না তাদের ত্রাণ দেয়া হোক। পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিক্সাচালক খলিলুর রহমান। করোনার লকডাউনে সারাদেশ। পাথরঘাটা পৌরশহরের ফাঁকা রাস্তায় তাঁর সঙ্গে হঠাৎ মঙ্গলবার (৩১ মার্চ) ভরদুপুরে দেখা হল। একমুঠো খাবারের সন্ধানে এমন অসংখ্য খলিলেরা এখন অভাবের সঙ্গে যুদ্ধ করছে। আসুন তাঁদের জন্য যার যার অবস্থান থেকে সহযগিতার হাত প্রসারিত করি। রিক্সা চালিয়ে সন্তানকে বিসিএস পরীক্ষা দেয়াচ্ছেন এই বাবা। আমরা তাঁর এই শ্রমের মূল্য দিতে পারব না। তবুও শ্রদ্ধায় তাঁদের প্রতি যেনো নত থাকে শির!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App