×

পুরনো খবর

করোনো পরীক্ষা বিআইটিআইডি পেল আরো ৯শ কিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৯:৩৫ এএম

করোনো পরীক্ষা বিআইটিআইডি  পেল আরো ৯শ কিট

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে করোনা ভাইরাস পরীক্ষার জন্য একমাত্র প্রতিষ্ঠান সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) ৯০০টি কিটসহ আরো কিছু চিকিৎসা সরঞ্জাম দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল সোমবার বিকালে তিনি এসব চিকিৎসা সরঞ্জাম ওই প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর এম এ হাসান চৌধুরীর কাছে হস্তান্তর করেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও করোনাবিষয়ক সমন্বয় সেলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, এই ৯০০ কিটের মধ্যে ৮৫০টি দিয়েছে ঢাকার রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র (আইইডিসিআর)। বাকি ৫০টি কিট শিক্ষা উপমন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী নওফেল ব্যক্তিগতভাবে গাজীপুরের মেয়রের কাছ থেকে সংগ্রহ করেছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও ৮৫০টি কিট বিআইটিআইডিতে পাঠানো হয়েছে উপমন্ত্রীর মাধ্যমে। বিআইটিআইডি সূত্রে জানা গেছে, ফ্রান্স যখন এই ল্যাবরেটরি তৈরি করে দিয়েছিল, তখনই ফ্রান্স ১০০ কিট দিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এরপর আরো ১৫০ কিট পাওয়া গেছে। এই মুহূর্তে ২৫০ জনকে পরীক্ষার মতো কিট আছে। গতকাল আরো ৯০০ কিট আমাদের জন্য বরাদ্দ হয়েছে। এতে চট্টগ্রামে আরো বেশি রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। এদিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের কাছ থেকে কিটের পাশাপাশি আরো চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করেছেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর মধ্যে আছেÑ ৪০ পিস পারসোনাল প্রোটেকশন ইউনিট (পিপিই), এক হাজার এন-৯৫ মাস্ক এবং ১৪০টি মাথার ক্যাপ। স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও করোনাবিষয়ক সমন্বয় সেলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, চট্টগ্রামবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পর্যাপ্ত কিট আছে, চিকিৎসারও ব্যবস্থা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App