×

আন্তর্জাতিক

করোনায় কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০২:২২ পিএম

করোনায় কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু
কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতি জ্যাক জোয়াকিম ইহম্বি-ওপাঙ্গো মারা গেছেন। তিনি করোনাভাইরাস সম্বলিত লক্ষণে আক্রান্ত হয়ে প্যারিসে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। জ্যাক জোয়াকিম ইহম্বি-ওপাঙ্গো ১৯৭৭ সালে কঙ্গো-ব্রাজাভিলির নেতৃত্বে ছিলেন। ১৯৭৯ সালে দেশটির বর্তমান নেতা ডেনিস সাসৌ নাগেসো কর্তৃক ক্ষমতাচ্যুত হন তিনি। ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার আগে তিনি বেশ কয়েক বছর কারাগারে কাটান। ১৯৯৭ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এই নেতা। এরপর ১০ বছর ফ্রান্সে নির্বাসিত থাকার পর নিজ দেশে ফেরার অনুমতি পান তিনি। কঙ্গোতে এ পর্যন্ত মাহামারী করোনা ভাইরাসে ১৯ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App