×

সারাদেশ

অসহায়রা খাবার বাড়িতে বসেই পাবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৪:০৯ পিএম

অসহায়রা খাবার বাড়িতে বসেই পাবেন
লক ডাউনে বাড়িতে থাকা শ্রমজীবি অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরন করেছেন ঝিনাইদহ -৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। আগে থেকে প্রচার মাইকে ঘোষিত নিারপদ দুরত্ব বজায় রেখে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র মানুষ প্রত্যেকে ৮ কেজি চাউল, ১ কেজি আলু, ১ কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবন ও ১ টি সাবান পান। বগেরগাছি বাজারের চায়ের দোকানদার জামাল বলেন, আমরা করোনার কারণে সরকারের নির্দেশে ঘরেই বন্দি আছি। বাইরে গিয়ে কাজ করতে পারছিনা ফলে পরিবারের সদস্যদের নিয়ে চরম বিপাকে ছিলাম। এমন সময়ে এটা পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা যা দিচ্ছেন তাতে কোন মানুষ খাবারের বাইরে থাকবে না। করোনা প্রতিরোধে প্রত্যেককে ঘরে থাকা নিশ্চিত করতে হবে। সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, এমন দুঃসময়ে বিত্তবান ও স্বচ্ছল মানুষকে প্রতিবেশিদের প্রতি একটু সদয় হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সবাইকে মনে রাখতে হবে একা ভালো থাকাটাকে ভালো বলে না। সবাইকে নিয়ে ভালো থাকতে পারলে সমাজ ও দেশটা আরও সুন্দর হবে। লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াসহ সরকারি সকল নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান এই জনপ্রতিনিধি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App