দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুইজন। তারা দুজনেই পুরুষ। তাদের একজনের বয়স ৫৫ ও ৫৭ বছর। একজনের সৌদি আরব ভ্রমণ করেছেন। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৫১ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের পর করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
আইডিডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১৪০ জনসহ মোট এক হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আরো ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে বাড়ি ফিরলেন ২৫ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছেন ৩৮ জন। আইসোলেশন এ আছেন ৭৫ জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান জানান, এ পযন্ত কোভিড ১৯ সম্পর্কিত আইইডিসিআরের হটলাইন, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন ও ৩৩৩ নাম্বারে এ পযন্ত ফোন এসেছে ৯ লাখ, ৮ হাজার ৯০৬টি। ২০ এপ্রিলের মধ্যে ২৮টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। এই পরিস্থিতিতে স্বেচ্ছা সেবক হিসেবে চিকিৎসা দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ১০ হাজার ৮০২ জন চিকিৎসক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।