×

খেলা

রিয়ালের জার্সিতে টানা পনের বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৭:১৮ পিএম

রিয়ালের জার্সিতে টানা পনের বছর

রিয়াল মাদ্রিদের জার্সিগায়ে পনের বছর পার করলেন সার্জিও রামোস

রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস আজ সোমবার উদযাপন করেন তার ৩৪তম জন্মদিন। আর এই ৩৪ বছরের মধ্যে তিনি টানা ১৫টি বছর পার করেছেন রিয়াল মাদ্রিদেই। এই সময়ের মধ্যে তিনি রিয়ালের হয়ে জয় করেছেন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্সলিগ শিরোপা। ৩০ বছর পেরিয়ে গেলে যেখানে অন্য ফুটবলাররা বুট জোড়া তুলে রাখার প্রস্তুতি নেন সেখানে রামোস এই ৩৪ বছরেও রিয়াল মাদ্রিদের দায়িত্বটা খুব ভালোভাবেই করে যাচ্ছেন। রামোস রিয়াল মাদ্রিদে যোগ দেন ২০০৫ সালে। ওই সময় ২৭ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের হয়ে ৫০ ম্যাচ খেলার পরই রিয়াল সভাপতি ফ্ললেন্তো পেরেজ বুঝতে পেরেছিলেন রিয়ালের ভবিষ্যৎ কাণ্ডারির দায়িত্ব দিতে হবে তার ওপরই। এই ১৫ বছর সময়ের মধ্যে তিনি একসঙ্গে খেলেছেন জিনেদিন জিদান, লুইস ফিগো, ডেভিড ব্যাকহাম ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। যে জিদানের সঙ্গে তিনি খেলোয়াড় হিসেবে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সেখানে এখন তার অধীনে খেলছেন।

শুরুতে রামোস যেমন ছিলেন এখনো তিনি অনেকটা সেরকমই রয়ে গেছেন। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে যারা খেলেছেন তাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সময় তিনি খেলেছেন। দলকে সমৃদ্ধ করার জন্য ইদার মিলিতাওকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। কিন্তু তরুণ মিলিতাওয়ের আগমনের পরেও এখনো দলে নিয়মিত খেলে যাচ্ছেন রামোস। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে তিনি যতটুকু অবদান রাখছেন তার চেয়ে বেশি অবদান রাখেন যেন অধিনায়ক হিসেবে। দলে তার অপরিহার্যতা ঠিক কতটুকু তা গত মৌসুমের আয়াক্সের বিপক্ষে রাউন্ড ষোলোর দ্বিতীয় ম্যাচে টের পেয়েছিল রিয়াল। এদিকে রিয়ালে রামোসের চুক্তির মেয়াদ হবে ২০২১ সালে। রিয়াল মাদ্রিদের একটি ঐতিহ্য রয়েছে তারা ৩০ বছর পার হয়ে যাওয়া কোনো খেলোয়াড়ের সঙ্গে নতুন করে ১ বছরের বেশি চুক্তি করে না। কিন্তু রামোসের ব্যাপারটি আলাদা। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী রামোস তার ক্যারিয়ার শেষ করতে চান রিয়ালে। ফলে তাকে হয়তো ক্লাবে আরো দুবছর দেখা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App