×

আন্তর্জাতিক

মৃত্যুর মিছিলে যুক্তরাষ্ট্রে সময় বাড়ছে লকডাউনের

Icon

nakib

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০১:৫৪ পিএম

করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সামাজিক দূরত্ব বা লকডাউনের সময়সীমা এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে অবশ্য এপ্রিলের মধ্যভাগে দেশের জনগণ স্বাভাবিত জীবনে ফিরে আসবেন বলে জানিয়েছিলেন ট্রাম্প।

তাছাড়া ২ সপ্তাহের মধ্যে মৃত্যুর হার সর্বোচ্চ সীমায় পৌঁছবে বলেও জানিয়েছের মার্কিন প্রেসিডেন্ট। আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় রোগীরা হাসপাতালে ভিড় করায় আরো বেশি সংখ্যক মানুষের মৃত্যু হবে বলে ধারণা করা হচ্ছে। এরআগে হোয়াইট হাউসের মেডিকেল উপদেষ্টা ডাক্তার এনন্থনি ফাউসি সতর্ক করে বলেছিলেন দেশটিতে করোনা ভাইরাসে ২ লাখের বেশি নাগরিকের মৃত্যু হতে পারে।

উল্লেখ্য দেশটিতে এখন ১ লাখে ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৫০০ জনের। আক্রান্তের দিক দিয়ে সবার উপরে রয়েছে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App