×

আন্তর্জাতিক

বুক পেতে করোনাকে ঠেকাচ্ছেন মমতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০২:২৮ পিএম

‘‘বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা / বিপদে আমি না যেন করি ভয়... ।’’ এমনই এক প্রতীকী অলংকরণ বার্তাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী পিকের দল। রবিবার (২৯ মার্চ) রাতে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘বাংলার গর্ব মমতা’ ফেসবুক পেজে পোস্ট করা হয়। সাথে লিখা ছিল কবিতার এই লাইনগুলো। ছবিতে দেখা যায়, নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা এক জমজমাট শহর। আর পাঁচিলের উপর দাঁড়িয়ে সেই শহরকে রক্ষা করতে বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সামনেই পুঞ্জীভূত ভয়ালভাবে এগিয়ে আসছে করোনার মেঘ। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা যেন তার পথ রুখতে একাই অকুতভয়ে দাঁড়িয়ে রয়েছেন। শহরকে বাঁচাতে নিজেকেই এক প্রতিরক্ষার দেয়ালে পরিণত করেছেন। যেনো তাঁর রাজ্যে প্রকোপ ফেলতে হলে আগে তাঁর মোকাবিলা করে যেতে হবে মাহামারী করোনাকে। করোনার মোকাবিলায় মমতা কতটা নির্ভীক ভঙ্গিতে লড়ছেন, সেই প্রচারে জোর দিতেই এই অভিনব অলংকরণ  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রশান্ত কিশোরের দল। ভারতে এ পর্যন্ত ১ হাজার ৭১ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু হয়েছে ৪৯ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App