×

সারাদেশ

নালিতাবাড়ীতে শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৫:১০ পিএম

নালিতাবাড়ীতে শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে শ্বাসকষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মৃত ব্যাক্তির বাড়ির আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যাক্তি বাগেরহাটের রামপাল খয়লার হাট এলাকায় একটি পাইলিং কন্সট্রাকশনে শ্রমিকের কাজ করছিল। করোনা ভাইরাসের প্রভাবে ঘোষিত লকডাউন চলায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল আওয়াল নিজ বাড়ি পলাশিকুড়ায় ফিরে আসেন। রোববার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এক পর্যায়ে রাতেই তার মৃত্যু হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের রোগী ছিলেন। তার শরীরে কোন জ্বর, গলা ব্যাথা বা পাতলা পায়খানার এমন কোন লক্ষণ ছিল না। রোববার রাতে শ্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই এলাকা থেকে করোনা আক্রান্ত হয়ে আব্দুল আওয়ালের মৃত্যুর খবর আসে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে নিহত আব্দুল আওয়ালের লাশ দাফনের ব্যবস্থা করা হয়। এ ব্যপারে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে সে করোনা আক্রান্ত ছিলেন কিনা। আর সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন থাকবে। কেউ এ বাড়ির বাইরে যেতে কিম্বা বাইরে থেকে এখানে কেউ যাতায়াত করতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App