×

জাতীয়

ডেঙ্গুতে নজর দেয়ার পরামর্শ আইইডিসিআর পরিচালকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০১:৩১ পিএম

ডেঙ্গুতে নজর দেয়ার পরামর্শ আইইডিসিআর পরিচালকের

করোনা ভাইরাস নিয়ে প্রেস ব্রিফিং। ছবি: ভোরের কাগজ।

জ্বর মানেই কোভিড-১৯ আর আতঙ্ক। অথচ সামনেই আসছে ডেঙ্গুর মৌসুম। সেই বিষয়ে সতর্ক করে সচেতন হবার পরামর্শ দিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত প্রতিষ্ঠানের অনলাইন লাইভ ব্রিফিংয়ে তিনি এ পরামর্শ দেন।

আইডিডিসিআর পরিচালক বলেন, অনেকে জ্বর মানেই মনে করছেন কোভিড-১৯। কিন্তু তা নয়। কোভিড-১৯ এর পাশাপাশি আমাদের বাংলাদেশে যেসব রোগগুলো সবসময়ই হয় এবং মৌসুমে তা বাড়ে সেই দিকেও নজর দেয়া উচিত।

তিনি বলেন, সামনে আসছে ডেঙ্গুর মৌসুম। এখন ডেঙ্গুর জন্য উর্বর সময়। বৃষ্টিপাত হলে এ সমস্যা আরো বাড়বে। তাই বাড়িঘর ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। এ বিষয়েও আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App