×

সারাদেশ

ইসলামপুরে করোনা সন্দেহে ১০ বাড়ি লকডাউন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১১:৩৫ এএম

ইসলামপুরে করোনা সন্দেহে ১০ বাড়ি লকডাউন

ইসলামপুর

জামালপুরের ইসলামপুরে করোনা সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে সেসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৩০মার্চ) রাতে পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের ওই নারীর নমুনা ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলে সে করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই নারী সম্প্রতি ঢাকা থেকে তার বাড়িতে এসেছে। পরবর্তীতে তার জ্বর দেখা দিলে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ ঘনায় ওই বাড়ির আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে সেসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জামালপুরে বিদেশ ফেরত ১১১ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। ইতোমধ্যে ৫৩০ জনের হোম কোয়ারেন্টাইনের সময় শেষ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App