যুক্তরাষ্ট্রে লকডাউন এক মাস বাড়ালেন ট্রাম্প

আগের সংবাদ

বুক পেতে করোনাকে ঠেকাচ্ছেন মমতা

পরের সংবাদ

মৃত্যুর মিছিলে যুক্তরাষ্ট্রে সময় বাড়ছে লকডাউনের

প্রকাশিত: মার্চ ৩০, ২০২০ , ১:৫৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩০, ২০২০ , ১:৫৪ অপরাহ্ণ

করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সামাজিক দূরত্ব বা লকডাউনের সময়সীমা এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে অবশ্য এপ্রিলের মধ্যভাগে দেশের জনগণ স্বাভাবিত জীবনে ফিরে আসবেন বলে জানিয়েছিলেন ট্রাম্প।

তাছাড়া ২ সপ্তাহের মধ্যে মৃত্যুর হার সর্বোচ্চ সীমায় পৌঁছবে বলেও জানিয়েছের মার্কিন প্রেসিডেন্ট। আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় রোগীরা হাসপাতালে ভিড় করায় আরো বেশি সংখ্যক মানুষের মৃত্যু হবে বলে ধারণা করা হচ্ছে। এরআগে হোয়াইট হাউসের মেডিকেল উপদেষ্টা ডাক্তার এনন্থনি ফাউসি সতর্ক করে বলেছিলেন দেশটিতে করোনা ভাইরাসে ২ লাখের বেশি নাগরিকের মৃত্যু হতে পারে।

উল্লেখ্য দেশটিতে এখন ১ লাখে ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৫০০ জনের। আক্রান্তের দিক দিয়ে সবার উপরে রয়েছে দেশটি।

নকি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়