×

জাতীয়

সাধারণ রোগীর চিকিৎসা বন্ধ হচ্ছে কুর্মিটোলা হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৮:১০ পিএম

সাধারণ রোগীর চিকিৎসা বন্ধ হচ্ছে কুর্মিটোলা হাসপাতালে
করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসার জন্য যে কয়টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে তার মধ্যে অন্যতম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সোমবার (২৯ মার্চ) থেকে সেখানে দেয়া হবে না সাধারণ রোগীদের চিকিৎসা সেবা। হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাসপতাল কর্তৃপক্ষ। সব ওয়ার্ড খালি করে দেয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছে সেখানে ভর্তি থাকা রোগীরা। বিশেষ করে কিডনিসহ জটিল রোাগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীরা। খরচ তুলনামূলক অনেক কম হওয়ায় কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা এখানে ডায়ালাইসিস করান। সপ্তাহে শতাধিক রোগী ডায়ালাইসিস করেন। গাইনি, ইএনটি, সার্জারিসহ সকল বিভাগে ভর্তি রোগীদের পাঠানো হবে বিভিন্ন হাসপাতালে। এ প্রসঙ্গে হাসপাতালের উপ-পরিচালক লে. কর্নেল এবিএম বেলায়েত হোসেন জানান, কিডনি রোগে আক্রান্ত যে রোগীরা ডায়ালাইসিস করান তাদের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে শিফট করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে অন্য রোগীদের স্থানান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App