×

রাজধানী

শর্তসাপেক্ষে খাবারের হোটেল খোলা থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১২:২১ এএম

শর্তসাপেক্ষে খাবারের হোটেল খোলা থাকবে

ডিএমপি

শর্তসাপেক্ষে খাবারের হোটেল খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে খাবার কিনে বাসায় নিয়ে যেতে হবে, কেউ দোকানে বসে খেতে পাড়বে না।

ডিএমপি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা প্রতিরোধে সব সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে হোটেল খোলা রাখা যাবে। তবে ভেতরে বসিয়ে খাবার পরিবেশনের সুযোগ নেই। ক্রেতারা শুধু পার্সেল নিয়ে যেতে পারবে।

এদিকে হোটেল মালিকরা খাবার তৈরি থেকে শুরু করে বিক্রি করার পুরো প্রক্রিয়া যথাযথ সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে করছেন কিনা তা তদারকি করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এরআগে করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিস ও কল-কারখানা। এর কিছুদিন পরেই নিষেধাজ্ঞা দেয়া হয় সব গণপরিবহন, ট্রেন ও লঞ্চ চলাচলের উপর। সেই সঙ্গে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান ছাড়া সব বন্ধের নির্দেশ দেয়া হয়। এই নিষেধাজ্ঞা ৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App