×

আন্তর্জাতিক

যেভাবে করোনায় মাত্র ১৪ দিনে নাজেহাল যুক্তরাষ্ট্র

Icon

nakib

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৯:১২ পিএম

যেভাবে করোনায় মাত্র ১৪ দিনে নাজেহাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহে মৃত্যুর মিছিল

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্ব। উরোপের পর এবার ভবাবয় অবস্থায় রয়েছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। মাত্র দু‘সপ্তাহের ব্যবধানে দেশটিতে এখন বিশ্বের সবচেয়ে বেশি ১ লাখ ২৩ হাজার কোরানা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

গত ১৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা সংক্রামণ কমাতে পদক্ষেপ গ্রহণ করেন। তবে এর আগের ১৫ দিনেই করোনা ছড়িয়ে পড়ে দেশটিতে। ট্রাম্প বলেছেন তিনি জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের উপদেশ উপেক্ষা করে জনগণের উপর বিধিনিষেধ কমিয়ে দেশকে সচল করতে চেয়েছিলেন। তবে বর্তমানে সবধরণের পদক্ষেপ নেয়া সত্বেও মৃত্যুর সাথে সাথে প্রতিনিয়ন বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা দেশটিকে আক্রান্তের তালিকায় সবার শীর্ষে স্থান করে দিয়েছে। তবে বিশ্বে অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত দেশটির জন্য এ নাজেহাল অবস্থা মোটেও সুখকর নয়।

দেশটিতে এ পর্যন্ত মৃত্যুর মিছিলে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তাছাড়া চিকিৎসা সরঞ্জামের অভাবে আরো বেশি মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। পরীক্ষা সক্ষমতা বাড়ানো হলেও তা অন্যান্য দেশের তুলনায় এখনো অপ্রতুল।

উল্লেখ্য, দেশব্যাপি লকডাউনের ফলে দেশটিতে প্রায় ২০ কোটি ৪০ লাখ মানুষ ঘরবন্দি অবস্থায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App