×

জাতীয়

বিশেষ তহবিল গঠনের আহ্বান সুজনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৬:০৩ পিএম

বিশেষ তহবিল গঠনের আহ্বান সুজনের
করোনাভাইরাস মোকাবেলায় দলমত নির্বিশেষে সমন্বিত প্রচেষ্টা চালানো, বিশেষ তহবিল গঠন, নিরাপদ চিকিৎসা সেবা ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প মূল্যে খাদ্য-দ্রব্য যোগানের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। রবিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে সুজন জানিয়েছে, করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও ক্রমশ করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । তাই এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে দেশে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। এমন প্রেক্ষাপটে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য বিশেষ তহবিল গঠন, এই ঝুঁকি মোকাবিলায় অতি দ্রুত বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ণ করা জরুরী। সুজন মনে করে কর্মপরিকল্পনাটি বাস্তবায়নের জন্য বিশেষ তহবিল গঠন করুন এবং স্বচ্ছতার ভিত্তিতে এই তহবিলের একটি বড় অংশ দেশের শ্রমজীবী (৬ কোটি ৮ লাখ), হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বণ্টন, তাদের মধ্যে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে খাদ্য-দ্রব্য যোগান দেয়া দরকার। সারাদেশে সহজলভ্য উপায়ে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা/চিহ্নিত করা, বিশেষায়িত হাসপাতাল নির্মাণ-সহ চিকিৎসা সেবার সক্ষমতা বাড়ান, পিপিই সরবরাহ করা, প্রশিক্ষণ প্রদান-সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মনোবল অটুট রাখতে বিশেষ প্রণোদনা ঘোষণা, বিদেশ ফেরত ও সন্দেহভাজন রোগীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে কোয়ারেন্টাইনে থাকা তাদের খাদ্য-সহ প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সুজন। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ কমিটি গঠন, দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সেবাধর্মী প্রতিষ্ঠান-সহ বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বাণ জানান হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App