×

জাতীয়

প্রস্তুতি নেয়ায় দেশে করোনা ভাইরাসের বিস্তার ঘটেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০১:২২ পিএম

প্রস্তুতি নেয়ায় দেশে করোনা ভাইরাসের বিস্তার ঘটেনি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত দুই আড়াই মাসে প্রস্তুতি নেয়া হয়েছে বলেই দেশে এখনো করোনা ভাইরাসের বিস্তার ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৯মার্চ) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেকেই বলছেন দেশে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সংকট আছে। আমি বলতে চাই, আমাদের পিপিইর সংকট নাই। ৩ লাখ পিপিই বিভিন্ন হাসপাতালে দেয়া হয়েছে। প্রতিদিন ২০/৩০ হাজার পিপিই পাচ্ছি। আগে একটি সেন্টারে করোনা পরীক্ষা করা হতো। অল্পকিছু দিনের মধ্যে ১১টি ল্যাবে এই পরীক্ষা করা যাবে। ৫'শ ভেন্টিলেটর ব্যবস্থা আছে। আরো সাড়ে তিনশ ভেন্টিলেটর যুক্ত করা হবে।

মন্ত্রী আরো বলেন, অনেকেই বলেন, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এত কম কেন? আক্রান্ত এবং মৃতের সংখ্যা যদি বেশি হতো তাহলে কি আমরা খুশি হতাম?

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান জানান, করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিকে কিভাবে চিকিৎসা দেয়া হবে এ বিষয়ে ৭১০ জন চিকিৎসক এবং ৪৩ জন নার্সকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App