×

বিনোদন

চীনে ফের বন্ধ হলো প্রেক্ষাগৃহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৪:৫৫ পিএম

চীনে ফের বন্ধ হলো প্রেক্ষাগৃহ

চীনের প্রেক্ষাগৃহ

চীনের উহানে করোনা ভাইরাস নির্মূলের ঘোষণা দেয়ার পর গত সপ্তাহে প্রায় ৬০০টি প্রেক্ষাগৃহ খুলে দেয়া হয়েছিল। আনা হয়েছিল হলিউডের বেশ কিছু ছবি। নতুন কিছু ছবি ছিল মুক্তির অপেক্ষায়। কিন্তু করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রেক্ষাগৃহ খুলে দেয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। গতকাল (২৭ মার্চ) চালু হওয়া প্রেক্ষাগৃহগুলো ফের বন্ধের নির্দেশ দিয়েছে বেইজিং ফিল্ম ব্যুরো।

প্রসঙ্গত, চীনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় গত জানুয়ারিতে চীনের প্রায় ৭০ হাজার প্রেক্ষাগৃহ বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর গত সপ্তাহ থেকে ধীরে ধীরে এগুলো খোলা হচ্ছিল। গত কয়েকদিনে ৬০০টির মতো থিয়েটার চালু করা হয়েছিল। আনা হয়েছিল হলিউডের বিখ্যাত ‘হ্যারি পটার’ চলচ্চিত্রের আট নম্বর কিস্তির থ্রিডি সংস্করণ। হল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল দর্শকদের সচেতন থাকতে। মাস্ক ছাড়া সিনেমা হলে ঢোকার অনুমতি ছিল না। হলে ঢোকার আগে সবার শরীরের তাপমাত্রাও মাপা হচ্ছিল। তবে ফের করোনার আশঙ্কায় খুলে দেয়া প্রেক্ষাগৃহ কিংবা থিয়েটারগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App