×

খেলা

কেন্দ্রীয় চুক্তির বাইরের ক্রিকেটারদের বিসিবির অনুদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৭:২৭ পিএম

কেন্দ্রীয় চুক্তির বাইরের ক্রিকেটারদের বিসিবির অনুদান

নাজমুল হাসান পাপন। ফাইল ছবি।

কেন্দ্রীয় চুক্তি এবং প্রথম শ্রেণির চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে যারা চলতি বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১২টি দলে আছে তাদের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের প্রত্যেককে এককালীন অর্থ সহায়তা দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সমগ্র বিশ্বের দৃশ্যপট পাল্টে দিয়েছে করোনা ভাইরাস। স্থবির হয়ে গেছে সবকিছু। সবধরনের খেলাও স্থগিত বা বন্ধ রয়েছে। ব্যাতিক্রম নেই ক্রিকেটেও। করোনা ভাইরাসের কারণে ডিপিএলসহ দেশের সব ক্রিকেটও এখন বন্ধ। ডিপিএল বন্ধ হয়েছে এক রাউন্ড শেষেই। স্থানীয় ক্রিকেটাররা এই লিগ খেলে যে অর্থ পান তাতেই তাদের রুটি-রুজির ব্যবস্থা হয়। তাই অনিশ্চিত হয়ে পড়েছে ক্রিকেটারদের এই বছরের আয়। করোনা ভাইরাস শঙ্কায় লিগের ভবিষ্যৎ টুর্নামেন্ট আবার শুরু হবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। এটাই ভাবাচ্ছে বোর্ড কর্তাদের। এ কারণেই তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দুর্ভাবনায় থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়াতেই বোর্ড এই উদ্যোগ নিয়েছে। তার কথা, ‘দেখুন, টুর্নামেন্ট যেহেতু অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে, বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা আর্থিক সমস্যায় পড়তে পারে। অনেকেই চলতি লিগের পারিশ্রমিকের কেবল কিছু অংশ পেয়েছে। সেই ক্রিকেটারদের জন্যই এই সহায়তা।’ এই সময়টায় ২০১৯-২০ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলা চুক্তির বাইরের ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দিচ্ছে ক্রিকেট বোর্ড। বর্তমান বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে ১৭ ক্রিকেটার। এর বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিবদ্ধ আরও ৯১ ক্রিকেটার, যারা তিন শ্রেণিতে ২৮ হাজার ৭৫০, ২৩ হাজার ও ১৭ হাজার ২৫০ টাকা বেতন পান। কিন্তু এই চুক্তির বাইরে রয়েছেন বড়সংখ্যক ক্রিকেটার, যারা জীবিকা নির্বাহ করে থাকেন মূলত ঢাকা লিগ খেলে। খেলা বন্ধ থাকা অবস্থায় চুক্তির বাইরের ক্রিকেটারদের আর্থিক সমস্যা এড়াতেই বিসিবির এই আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেই গত ১৬ মার্চ প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়। কিন্তু এক রাউন্ডের খেলা হওয়ার পর দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ১৯ মার্চ টুর্নামেন্ট স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলা বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App