×

আন্তর্জাতিক

মৃত্যুর মিছিলে ১০ হাজার ছাড়াল ইতালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১১:৫২ পিএম

প্রাণঘাতী করোনা ভাইরাসকে কোনোভাবেই রোধ করা যেন সম্ভব নয়। ভাইরাসটি যেন চলছে তার একান্ত নিজস্ব গতিতে। তবে সব চেয়ে বেশি গ্রাস করেছে ইতালিকে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজার ২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮৮৯ জন।

বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৯০৮ জন। এছাড়া আক্রান্ত হয়েছে ছয় লাক্ষ ৪২ হাজার ২২৪ জন এবং সুস্থ হয়েছে এক লাক্ষ ৩৯ হাজার ৫৪০ জন।

এদিকে স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৮১২ জন, চীনে ৩২৯৫, ইরানে ২৫১৭, ফ্রান্সে ১৯৯৫, আমেরিকায় ১৯০৩, যুক্তরাষ্ট্রে ১০১৯, নেদারল্যান্ডসে ৬৩৯, জার্মানিতে ৪০৩, বেলজিয়ামে ৩৫৩, সুইজারলাণ্ডে ২৪২, দক্ষিণ কোরিয়াতে ১৪৪ জন উল্ল্যেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App