×

জাতীয়

বৃদ্ধাদের পক্ষে হয়ে মামলা করবেন ব্যারিস্টার সুমন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১২:১৫ পিএম

বৃদ্ধাদের পক্ষে হয়ে মামলা করবেন ব্যারিস্টার সুমন

যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করানোর ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে এসিল্যান্ড সাইয়েমা হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার (২৮মার্চ) ফোনে যোগাযোগ করা হলে ব্যারিস্টার সুমন বলেন, এসিল্যান্ড সাইয়েমা হাসান যাদের কান ধরিয়ে উঠবস করিয়েছেন তারা গ্রামের অতি সাধারণ মানুষ আমি তাদের পক্ষ হয়ে মামলা করতে চাই। তারা বয়স্ক মানুষ। তাদের কোনো অভাব-অভিযোগ না শুনে, কান ধরে ওঠবস করিয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, এসিল্যান্ড নিজেই ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ, তা নিয়ে বসে থাকা যায় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App