×

জাতীয়

বাংলাদেশকে দেয়া টেস্টিং কিট মানসম্মত: চীন

Icon

nakib

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৭:২৫ পিএম

বাংলাদেশকে দেয়া টেস্টিং কিট মানসম্মত: চীন

প্রতীকী ছবি

করোনা ভাইরাস সনাক্ত করতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করতে ৪০ হাজার ৫০০ টেস্টিং কিট প্রদান করেছে চীন সরকার। তবে স্পেন সম্প্রতি চীনের কাছ থেকে ক্রয় করা টেস্টিং কিট দিয়ে কার্যকরভাবে করোনা সনাক্ত করছে না বলে একটি খবর বের হয়। এ নিয়ে বাংলাদেশকে চীনের প্রদান করা টেস্টিং কিট নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় চীনা দূতাবাস থেকে একটি বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বাংলাদেশকে প্রদান করা টেস্টিং কিন উন্নত মানের বলে আশ্বস্ত করা হয়।

বিবৃতিতে বলা হয় স্পেন সেনজেন বায়োটেক নামক চীনের যে প্রতিষ্ঠান থেকে টেস্টিং কিট ক্রয় করেছিল চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে সে কোম্পানির বৈধ কোন অনুমতিপত্র ছিল না।তবে বাংলাদেশকে প্রদান করা কোন চিকিৎসা সামগ্রি সেনজেন বায়োটেক থেকে ক্রয় করা হয়নি বরং মানসম্মত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে। সুতরাং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। সেই সাথে কিটগুলো যথাযথভারে সংরক্ষণ ও ব্যবহারের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে আহ্বান জানানো হয়।

বিবৃতিতে করোনা মোকাবিলার যুদ্ধে চীন বাংলাদেশী জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিবে বলেও জানায় হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App