×

জাতীয়

ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বেড়ে ৭ এপ্রিল

Icon

nakib

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৭:৫০ পিএম

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শনিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।

তবে বিশেষ বিমান ও কার্গো ফ্লাইটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানায় সংস্থাটি। তারা আগের মতোই নিয়ম মেনে এ দেশের বিমানবন্দর ব্যবহার করতে পারবে।

এর আগে গত ২১ মার্চ দিনগত রাত ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর এবং ভারত থেকে কোনো নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয় বেবিচক। শুধু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন, থাইল্যান্ড ও হংকংয়ের (ক্যাথে প্যাসিফিক) ফ্লাইট এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসার সুযোগ রাখা হয়। এছাড়া গত ২৪ মার্চ এক আদেশে দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইটও বন্ধ করে বেবিচক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App