×

জাতীয়

ছিন্নমূল শিশু-দুঃস্থদের খাবার দেবে ডিএমপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৯:৩৪ পিএম

আড়াই হাজার ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে এক বেলা করে খাবার সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (২৮ মার্চ) ৫০ টি থানায় এক বেলা করে খাবার সরবরাহ কার্যক্রম শুরু হবে। শনিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স সেন্টারের অতিরিক্ত উপ কমিশনার আবু আমরাফ সিদ্দিকী। তিনি বলেন, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের নির্দেশনানুযায়ী প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন, সরকার সারা দেশে আগামী ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে ওইদিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App