×

জাতীয়

এসিল্যান্ডের কাণ্ডে ফেসবুকে সমালোচনার ঝড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০১:০৮ পিএম

এসিল্যান্ডের কাণ্ডে ফেসবুকে সমালোচনার ঝড়

এসিল্যান্ড সাইয়েমা হাসান

এসিল্যান্ডের কাণ্ডে ফেসবুকে সমালোচনার ঝড়
এসিল্যান্ডের কাণ্ডে ফেসবুকে সমালোচনার ঝড়
এসিল্যান্ডের কাণ্ডে ফেসবুকে সমালোচনার ঝড়
এসিল্যান্ডের কাণ্ডে ফেসবুকে সমালোচনার ঝড়
এসিল্যান্ডের কাণ্ডে ফেসবুকে সমালোচনার ঝড়
এসিল্যান্ডের কাণ্ডে ফেসবুকে সমালোচনার ঝড়

যশোরের মণিরামপুরে করোনা ভাইরাস প্রতিরোধের নামে তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে সেই ছবি নিজ মোবাইলে ধারণ করার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এসিল্যান্ড সাইয়েমা হাসান। কাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে এ ঘটনা ঘটে।

নেটিজনদের কিছু মন্তব্য তুলে ধরা হলো। শারমিনা সুলতান তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে লেখেছেন, যশোরের মনিরামপুরের এসিল্যান্ড সাইমা হাসানে'র অপশক্তি প্রয়োগে ধিক্কার জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাদের কান ধরানো হয়েছে তারা এই দেশের নাগরিক পিতার সমতুল্য। তাদের এভাবে কান ধরিয়ে শাস্তি দেয়ার কোনো অধিকার রাস্ট্র কাউকে দেয়নি। তাই বলছি আগে আহারের ব্যবস্থা করুন। তারপর দৌড়ান, পিটান।

কামরুজ্জামান বাবু লেখেছেন, এই বেয়াদব মেয়েটার নাম সাইয়েমা হাসান। য‌শো‌রের ম‌নিরামপু‌রের এসিল্যান্ড। ৩৪ বিসিএস প্রশাসন ক্যাডারের কামলা। সরকা‌রি কর্মচারী হ‌য়ে কিভা‌বে তার বাবার বয়সী কয়েকজন দিনমজুর‌কে কানধরে উঠবস করাচ্ছে ! ছি!। এ ধরনের দু'চারটা ফাস্ট ক্লাস গেজেটেড বেয়াদবদের কারণে সরকারের অনেক ভাল কাজগুলোও কিন্ত জনবান্ধব হতে পারে না। এদের ক্ষমতার দম্ভে গোটা দেশটাই আজ রসাতলে যাবার অবস্থা। এসব অমানুষগুলোর পারিবারিক পরিচয় জানা দরকার।

আনিসুর রহমান নামে একজন লেখেছেন, দেখুন বেয়াদব এসিল্যান্ডের কাণ্ড!! মাস্ক না পরে বাজারে আসায় বাবার বয়সী দুজনকে কান ধরিয়ে ছবি তুলছেন। অথচ পাশেই একজন থুতনির নিচে মাস্ক ঝুলিয়ে রেখেছেন তাকে কিছুই বলছেন না!!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App