×

বিনোদন

কোটি টাকা অনুদান দিলেন দেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৫:০২ পিএম

করোনা ভাইরাস মোকাবিলায় পশ্চিমবঙ্গ রাজ্যের ঘাটালবাসীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ও সাংসদ দেব। ঘাটালবাসীদের যেন কোনো অসুবিধা না হয়, তাই নিজের সংসদ তহবিল থেকে এলাকার জন্য ১ কোটি টাকার আর্থিক অনুদান দিলেন তিনি। ঘাটাল এলাকায় যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে স্বাস্থ্যকর্মীরা যাতে করোনা আক্রান্তের চিকিৎসা করতে গিয়ে অর্থাভাব না হয় সেই দিকে নজর রেখেই দেবের এই উদ্যোগ। এছাড়া করোনা মোকাবিলায় প্রয়োজনীয় টেস্ট কিট ও সরঞ্জাম কিনতেই তার এই অনুদান। পশ্চিমবঙ্গে কোভিড-১৯ মোকাবিলায় ইতোমধ্যে সিপিএম বিধায়ক থেকে শুরু করে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীও এগিয়ে এসেছেন। কেউ নিজেদের বিধায়ক তহবিলের টাকা, আবার কেউ নিজের মাস মাইনে তুলে দিচ্ছেন রাজ্য সরকারের হাতে। সর্বপ্রথম নিজেদের সাংসদ তহবিলের টাকা করোনা মোকাবিলায় নিজেদের এলাকায় বরাদ্দ করতে দেখা যায় বিজেপি সাংসদদের। এরপর থেকে একে একে বিজেপি’র সকল সাংসদই করোনা মোকাবিলায় কম বেশি আর্থিক অনুদান দিতে থাকেন। তখনই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় শাসক দলের সাংসদেরা এখন চুপ কেন? সেই সমালোচনারই মোক্ষম জবাব দিয়ে তৃণমূল সাংসদদের মধ্যে চুপিসারে ফার্স্ট বয় হয়ে নিজ এলাকার মানুষদের করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা আর্থিক অনুদান দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App