×

জাতীয়

মহিউদ্দীন-মিলন-স্মৃতির গেজেট প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৭:৪৮ পিএম

২১ মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদদের তিনটি আসনের উপ-নির্বাচনে বিজয়ীদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২১ মার্চ ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনটি উপ-নির্বাচনেই জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা।

গতকাল বুধবার(২৫মার্চ) বিকেলে নির্বাচন কমিশন এ গেজেট প্রকাশ করে। ইসি সচিব মো.আলমগীর সাক্ষরিত এ গেজেটে এ তিন আসনের উপ-নির্বাচনে জয়ীদের নাম, ঠিকানা পিতা/স্বামীর নাম উল্লেখ করা হয়েছে। গেজেটে বলা হয়েছে- ‘গত ২১ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদীয় আসন ঢাকা-১০ এ বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো.শফিউল ইসলাম মহিউদ্দীন, বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আমিরুল আলম মিলন এবং গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি বিজয়ী হয়েছেন।

এ গেজেট প্রকাশের পরে এরা তিন জন এমপি হিসেবে যে কোন দিন স্পিকারের নিকট শপথ নিতে আর বাঁধা রইল না। শপথের পরেই তারা একাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে অংশ নিতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App