×

জাতীয়

দেশে এল চীনের কিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৮:৩৩ পিএম

দেশে এল চীনের কিট

চীনের কিট

করোনা মোকাবেলায় চীন সরকারের পাঠানো টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেশে এসে পৌঁছেছে। চীনের কুমনিং থেকে এসব সামগ্রী নিয়ে বৃহস্পতিবার (২৬মার্চ) বিকাল সাড়ে ৪টায় বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং শাহজালালে এসব সামগ্রী বুঝে নিয়ে বাংলাদেশী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এসবের মধ্যে রয়েছে, ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, প্রথম সারির চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই, মাস্ক ও ১ হাজার ডিজিটাল ইনফ্রারেড থার্মোমিটার। সামগ্রীগুলো বুঝে নেয়ার সময় দুই দেশের কর্মকর্তারা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। সে সময় প্রদর্শিত ব্যানারে চাইনিজ ও বাংলাভাষায় লেখা ছিল ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

চীন সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী এসেছে। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App