×

জাতীয়

ঢামেকের হৃদরোগ বিভাগের প্রধান হোম কোয়ারেন্টাইনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৪:১৫ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. আ: ওয়াদুদ চৌধুরিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম।

তিনি জানান, ঢামেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. আ: ওয়াদুদ। আইইডিসিআরএ করোনা সনাক্ত হওয়া এক রোগী গত ১০ থেকে ১২ দিন আগে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছিলো বলে জানা যায়। আর ওই রোগীকে চিকিৎসা দিয়েছিলেন ডাঃ ওয়াদুদ। এজন্য সতর্কতামূলক ভাবে এই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আমার জানা মতে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের ১১জন চিকিৎসক, নার্সের করোনা ভাইরাসের টেস্ট করানো হয়েছে। এদের মধ্যে শুধু জরুরি বিভাগের এক নার্সের করোনা সনাক্ত হয়েছে। বাকি সবার টেস্টের রিপোর্টে নেগেটিভ আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App