×

পুরনো খবর

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ২১২৯৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১১:০৭ এএম

করোনার প্রকোপ বিশ্বে বেড়েই চলেছে। উৎপত্তি স্থল চীনে কিছুটা নিয়ন্ত্রণ থাকলে দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের অন্যান্য দেশে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ২১ হাজার ২৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে দুই হাজার ৩৯৩ জন।

চীনে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৩২৮৭, ইতালিতে ৭৫০৩, স্পেইনে ৩৬৪৭, ইরানে ২০৭৭, ফ্রান্সে ১৩৩১, আমেরিকায় ১০৩২, যুক্তরাষ্ট্রে ৪৬৫, নেদারল্যান্ডসে ৩৫৬, জার্মানিতে ২০৬, বেলজিয়ামে ১৭৮, সুইজারল্যান্ডে ১৫৩ এবং দক্ষিণ কোরিয়াতে ১৩১ জন উল্লেখযোগ্য। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা গেছে ১২ জন।

করোনার ছোবল থেকে পিছিয়ে নেই বাংলাদেশ। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁজজন মারা গেছে বলে জানিয়েছে সরকার। তবে তারা সবাই বয়োবৃদ্ধ। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

করোনা থাবা থেকে দেশের মানুষকে রক্ষার জন্য বাংলাদেশ সহ অনেক দেশে বন্ধ করে দিয়েছে সকল গণযোগাযোগ। এমনকি রাস্তায় বের হতে দেয়া হয়েছে বিশেষ নিষেধাজ্ঞা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App