×

বিশেষ সংখ্যা

গোলাপের প্রত্যাখ্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ০৯:২০ পিএম

গোলাপ যেদিন ফিরিয়ে দিয়েছে জেনে গেছি আমি বড় একা, পতঙ্গের অভিমান গোলাপের মনে কখনো কি রাখে স্মৃতিরেখা? পৃথিবীর আদিগন্ত জানে গোলাপ বাগানে ঔৎসুক্যের নিত্য ভিড় কদাকার পতঙ্গেরা ব্রাত্য সেখানে প্রান্তিক কীট পেছন সারির; গোলাপ ফিরিয়ে দিলে বুকে থাকে কেবল একান্ত নদী অভিমানগুলো কান্না হয়ে বেগানা সমুদ্রে ছোটে নিরবধি শিল্পশ্রীর সুর-সুধায় বঞ্চিত হলে থাকে শুধু বৃক্ষ ও পাখির গান থাকে প্রত্যাখ্যান বঞ্চনার স্ত‚প হিমালয় পাহাড় সমান। নাগরিক বর্শায় যখন বিদ্ধ করেছো অরণ্য-ডাহুকের বুক বনেদি মণ্ডপে বর্ণিল ফুলদানি থেকে তুমি খুঁজে নিও সুখ, আড়ার আড়ালে অন্ধকারে আমি খুঁজে নেবো দণ্ডকলসের মধু গোপাটের পাশে অচ্ছুত ভাঁটফুল যদি ভুল করে ভাবে বঁধু; গোলাপের সাথে দ্বন্দ্বে যাওয়াটা নিরীহ পতঙ্গের বেমানান পতঙ্গ কোথায় অস্পৃশ্য অন্তজ গোলাপে সুঘ্রাণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App