×

পুরনো খবর

করোনায় ২৪ ঘণ্টায় মৃত ২৩৪৪ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১০:১৬ এএম

করোনায় ২৪ ঘণ্টায় মৃত ২৩৪৪ জন

ফাইল ছবি

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বিশ্ব জুড়ে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই হাজার ৩৪৪ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হজার ৯০২ দুই জন, যা মঙ্গলবার (২৪ মার্চ) ছিল ১৬ হাজার ৫৫৮ জনে।

নতুন মৃত  ২৩৪৪ জনের মধ্যে শুধু ইতালিতেই রয়েছে ৭৪৩, স্পেইনে ৬৮০, ইরানে ১২২, ফ্রান্সে ২৪০ এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ১৯৬ জন উল্লেখযোগ্য। এছাড়া এই ভাইরোসের উৎপত্তি দেশ চীনে নতুন করে মারা গেছে চারজন।

বিশ্বের ১৯৭টি দেশে এই মরণব্যধি ইতোমধ্যে ছড়িয়েছে পড়েছে।  করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছে চার লাক্ষ ২২ হাজার ৭৫৯ জন মানুষ এবং সুস্থ হয়েছেন এক লাক্ষ নয় হাজার ১০২ জন।

করোনার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৯জন, সুস্থ হয়েছেন পাঁচজন এবং মারা গেছেন চারজন। দেশের সব শপিংমল, ট্রেন, লঞ্চ ইতোমধ্যে বন্ধ করে দেয়ো হয়েছে। ২৬ মার্চ থেকে বন্ধ করে দেয়া হবে দেশের সব গণপরিবহন। এর আগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে এবং বেসরকারি ও সরকারি অফিস ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App