×

জাতীয়

২৬ মার্চ থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৩:০৪ পিএম

২৬ মার্চ থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ

গণপরিবহন

সারাদেশে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহি যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না।

মঙ্গলবার (২৪ মার্চ) শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির সাথে আলোচনা করে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

করোনায় বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ জন। এর মধ্যে মারা গেছে তিনজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এদিকে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৫৫৮ জন। এর মধ্যে শুধু ইতালিতেই মৃতের সংখ্য ৬০৭৭ জন। চীনে করোনায় মারা গেছে ৩২৭৭, স্পেইনে করোনায় মারা গেছে ২৩১১, ইরানে ১৮১২, ফ্রান্সে ৮৬০, যুক্তরাষ্ট্রে ৫৮২ জন।

বিশ্বের ১৯৫টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছে তিন লাক্ষ ৮১ হাজার ৬৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাক্ষ দুই হাজার ৪২৯ জন।

https://www.youtube.com/watch?v=8kkHq4pWeF8

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App