×

জাতীয়

সন্ধ্যা থেকেই সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

Icon

nakib

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৭:১৭ পিএম

সন্ধ্যা থেকেই সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ রেলওয়ে।

করোনা ভাইরাস সংক্রমন রোধে আজ মঙ্গলবার (২৪মার্চ) সন্ধ্যার পর থেকে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। দুপুরে রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি ঘোষনা দেন তবে এ সময় মালবাহী ও তেলবাহী ট্রেন সীমিত পরিসরে চলাচল করবে। রেলমন্ত্রী এ সময় বলেন-অনেক ট্রেন পথিমধ্যে চলমান অবস্থায় আছে। ট্রেনগুলো ঢাকায় এসে আবার তাদের নির্ধারিত ছাড়ার প্রান্তে চলে যাবে। তবে সন্ধার পর থেকে শিডিউল অনুযাযী কোন ট্রেন চলবে না। এ ব্রিফিংকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শাসসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App