×

সারাদেশ

মাগুরার শ্রীপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৪:১৩ পিএম

মাগুরার শ্রীপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মাগুরার শ্রীপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মাগুরার শ্রীপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কয়েকটি গ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল, গাছপালা ও বসত ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৫০ বছর এর মধ্যে সবচেয়ে ভয়ানক শীলাবৃষ্টি বলে অভিহিত করেছে স্থানীয়রা। সোমবার (২৩ মার্চ) দিনগত রাত তিনটার দিকে এ বৃষ্টি শুরু হয়। মাত্র ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ধংসস্তুূপে পরিণত হয় কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে শ্রীপুরের তখলপুর, দুর্গাপুর, রাজাপুর, বালিঘাটা, কালিনগর সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। শিলাবৃষ্টিতে দরিদ্র কৃষকের টিনের ঘর, কলা বাগান, মাঠের পিয়াজ, গম সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। সবমিলে প্রায় পাঁচ শতাধিক পরিবারের কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে বলে জানায় স্থানীয়রা। শিলাবৃষ্টির তাণ্ডবে অধিকাংশ টিনের চাল অসংখ্য ছিদ্র হয়ে গেছে। এ বিষয়ে তখলপুর গ্রামের রশিদ মোল্লা বলেন, এমন শিলা আগে কখনো দেখিনি। আমার ঘরের চাল, কলা বাগান, লিচু গাছসহ সবকিছুই প্রায় শেষ হয়ে গেছে। এতে আমার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বালিয়াঘাটা গ্রামের মিন্টু বিশ্বাস জানান তাদের তিনটি ঘরই শীলাতে শেষ হয়েগেছে। এছাড়াও আশেপাশে প্রায় সকলেরই ঘরবাড়ি, গাছপালা নষ্ট হয়ে গেছে। শিলাবৃষ্টির বিষয়ে শ্রীপুর থানার ইউএনও জনাব ইয়াসীন কবির বলেন, আমরা সকাল থেকেই জেলা প্রশাসক মহোদয়, ত্রাণ ও দুর্যোগ কর্ম কর্তার সাথে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করছি এবং তাৎক্ষণিক কিছু লোককে সহায়তা করেছি। তবে ক্ষতির পরিমাণ বেশি থাকায় ওয়ার্ড মেম্বার সহ সংশ্লিষ্ট সকলকে তালিকা করতে নির্দেশ দিয়েছি। তালিকা হলেই ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App