×

আন্তর্জাতিক

লকডাউন গোটা ভারত

Icon

nakib

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৮:৪৯ পিএম

আজ মধ্যরাত থেকেই গোটা ভারত জুড়ে ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সকল রাজ্যে কেন্দ্রীয় সরকারের পরামর্শে লক ডাউনের ফলে জরুরি খাদ্য ও প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকেই বের না হতে আহ্বান জানানো হয়। দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নিল দেশটির সরকার। দেশব্যাপি লক-ডাউনকে কারফিউয়ের মতো অবস্থা বলে অভিহিত করেছে মোদি। তিনি তার ভাষণে বলেন, যদি ভারতীয় মানুষ এ লক-ডাউন মেনে না চলে তবে তাদেরকে ২১ বছর পিছিয়ে যেতে হবে এবং কিছু পরিবার চিরতরে হারিয়ে যাবে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App